ক বি তা
১
ভোরবেলা গুটি গুটি পায়ে ছাদের সিঁড়ি বেয়ে
বাড়ির মাথায় উঠে আসছিল
একটা অপরিচিত মেঘ,
পরিণতির কথা না ভেবে আমিও তার পিছনে পিছনে আকাশের দিকে ভাসতে থাকি।
কাটা ঘুড়ির মতো অদক্ষ এবং সফলতাকামী চোখে টুপটুপ
করে ঝরে পড়ে স্বপ্নের কুয়াশাগুলো,
গায়ে মেখে নিই—
শিথিল মুঠো খুলে দিই অন্ধকারের দিকে,
মুখোমুখি বসার আগে আরেকবার তাকানো দরকার;
শুনে নেওয়া দরকার ধূর্ত ঈশ্বরের জবানবন্দীগুলো
তারপর না হয় মেঘের জন্য ছটফট করবো
আবার তারার বিপরীতে লেখা হবে
এ জীবন আদর-সমান।
২
অজস্র ঝড়ের মধ্যে তার আনাগোনা
চেষ্টায় হিসেবী-যৌবন
অথচ পৃথিবীর যে কোনও প্রান্তে ঘর-বাঁধার অধিকার ছিল হস্তগত
এমনকী প্রয়োজনে বাজ পাখির চোখের তারায়।
কিন্তু সে নেমে এল এই দেশে
বুক পেতে গ্রহণ করলো মাটির শাশ্বত গন্ধটি
কৃষ্ণচূড়া জড়িয়ে গেল তার আঙুলে
খোঁপায় খেলে গেল পাকা জোয়ারভাটা
দেবী প্রবেশ করলেন শস্যক্ষেতে
শব্দের অলাতচক্রে সালংকারা মেঘে।