ক বি তা
জেগে থাকি
আমার সাথেই রাত্রি জাগা
নিরুত্তর নক্ষত্রের দিকে তাকিয়ে
ঈশ্বরীকে ডাক দিই
একবার নয় বেশ কয়েকবার
সাড়া পাব না এই দারুণ সত্যিটা জেনেই
আমার ঈশ্বরী তখন
তার প্রিয় ঈশ্বরপুরুষের দক্ষিণ হৃদয়ে মাথা রেখে
ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আলোচনায় তুমুল ব্যস্ত!
আমি প্রতিদিন একটু একটু করে দূরে সরে যাচ্ছি
কবিতার শহরাঞ্চল থেকে অসংখ্য মাইল দূরের এক গ্রামে;
আজকাল ঘুমের মধ্যে অক্ষর নিয়ে স্বপ্ন আসেনা
প্রেমিকাকে নিয়েও না,
মাঝে-মাঝে ভেসে আসে অসুস্থ মায়ের মুখ !
মঞ্চের গ্ল্যামার আমাকে সম্মোহিত করতে পারে না ,
নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখছি
দুই শ্রেণীর কবিদের ভোকাল টনিক থেকে ;
আসলে এই বাংলার অর্থনীতিতে এক গৃহশিক্ষকের
কবিতা ও প্রেমিকা এই দুই থেকে সরে থাকাটাই
সেফ জোন!