ক বি তা
১
বহু বসন্তের স্বভাব আমি
একত্রিত করেছি; যুবক-কোণের ডিগ্রি
মেপে মেপে পাঠিয়েছি একের পর এক
স্মৃতি–
তুমি সইতে পারোনি, সইতে পেরেছো
জাজ্বল্যমান চলে গেছো
ফিরে এসেছো শুক্তির মতো
২
ভরা চুলের কেরাটিন অথবা সমস্ত
পর্যায়ে আমি টগর গেঁথেছি তোমার
তুমি আমার এমন প্রাচীন আমি নই
তুমি অনন্ত-
মাটির মতো ডুবজলে পাওয়া থই
৩
হিম হয়ে ছিল লম্বা বোঁটাটি, বিরামহীন
বসতির মতো অনায়াস এক সখ্য
আমি ভাবি আর কার চোখ পথমধ্যে
কুড়োয় এমন সম্ভোগ!