Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

সো না লী   ঘো ষ

চিরকুট

ক্ষয়ে যাচ্ছে বৈকালিকের ছবি

চড়ছে না আর তামাক পাতায় শোক

ছায়ায় শুয়ে আজান গানের সুর

দখিন মাঠে রেওয়াজটুকুই হোক

 

মনখারাপের গুবরে পোকার দল

ঠিক পেয়েছে চিনচিনে একবুক

ব্রিজের নিচে পা দুলিয়ে বসি

নৌকো কাগজ ভাসিয়ে দিয়ে সুখ

 

রঙচটা এক বিষাদ মাখা প্লেটে

মনখারাপের টুকরো হওয়া ক্ষত

ব‍্যবচ্ছেদের স্লগ ওভারের পরেই

মিলিয়ে গেল লাল জোনাকি যতো।

 

 

শাওন মেঘ

সবটুকু রেখে দিই আড়ালে, বিপজ্জনক শোকও 

একদিন ক্ষয়ে যায় প্রেমিকের উন্নাসিকতায়।

ঘোর কাটতে কাটতে দশক পেরিয়ে একযুগ…

শাওনের মেঘ তাকে অমনোযোগী রাখে,

সব সিঁড়ি নেমে যায় মেঘ পাড়ার নিলামী বেলায়—

কাঠগোলাপও ঝাঁঝালো আদর মেখে নেয় নিমেষে

 

শ্রাবণ আরও দীর্ঘ থেকে দীর্ঘ পথ লেখে…

 

আরও পড়ুন...