ক বি তা
ক্ষয়ে যাচ্ছে বৈকালিকের ছবি
চড়ছে না আর তামাক পাতায় শোক
ছায়ায় শুয়ে আজান গানের সুর
দখিন মাঠে রেওয়াজটুকুই হোক
মনখারাপের গুবরে পোকার দল
ঠিক পেয়েছে চিনচিনে একবুক
ব্রিজের নিচে পা দুলিয়ে বসি
নৌকো কাগজ ভাসিয়ে দিয়ে সুখ
রঙচটা এক বিষাদ মাখা প্লেটে
মনখারাপের টুকরো হওয়া ক্ষত
ব্যবচ্ছেদের স্লগ ওভারের পরেই
মিলিয়ে গেল লাল জোনাকি যতো।
সবটুকু রেখে দিই আড়ালে, বিপজ্জনক শোকও
একদিন ক্ষয়ে যায় প্রেমিকের উন্নাসিকতায়।
ঘোর কাটতে কাটতে দশক পেরিয়ে একযুগ…
শাওনের মেঘ তাকে অমনোযোগী রাখে,
সব সিঁড়ি নেমে যায় মেঘ পাড়ার নিলামী বেলায়—
কাঠগোলাপও ঝাঁঝালো আদর মেখে নেয় নিমেষে
শ্রাবণ আরও দীর্ঘ থেকে দীর্ঘ পথ লেখে…