ক বি তা
ভগবান ও ভাগ্যবান দুজনেই আমাদের বন্ধু।
ভগবান বাবা ও মায়ের সঙ্গে খুব গল্প করে আড্ডা দিয়ে চলে যায়।
ভাগ্যবান আমার সঙ্গে বেশি যোগাযোগ করে, খোঁজখবর নিতে থাকে আর
পরিহাস করে আমার ভাগ্য নিয়ে। একদিন আমার ভাগ্যটা নিয়ে চলেও যায়,
কোনোদিন আর ফেরত দেয় না।
একদিন আমাদেরও দিন আসবে।
চিরদিন কারও তো সমান যায় না।
সেদিন কড়ায়-গণ্ডায় শোধ নেব।
দেখব তখন তোমাদের কত বড় বুকের
পাটা। আজ আগুন নিয়ে খেলছ
খেল, কিন্তু আমাদের যখন খেলার
দিন আসবে, আমরা সেদিন নিশ্চয়ই
ফুল নিয়ে খেলব না। দেখব
তোমরা কতদূর বীরপুরুষ!