ক বি তা
১
ঘরের অন্ধকারে আমি
আলো খুঁজেছি প্রাণপনে
বাইরে লোডশেডিং
ভিতরে জমাটখনি
আশেপাশের কাজ হারা শ্রমিক
কীভাবে কোপাবে উৎসস্থল?
২
আলোর কাছে অন্ধকারে যাই
শত্রু তো নয়, বিষম বোঝাপড়া
গাছের কাছে অকূল পাথর চাই
তুমি তো নও তোমার মতন গড়া
রাখব বলে দূর করিনি কিছু
জিভের মতন জিভের কোনো স্বাদ
পায়ের কাছেই শূন্য দুটো ভ্রু
টানছে কাছে দুষছে অপবাদ।