ক বি তা
চারাগাছের শিকড়ে খেলতে খেলতে
মৃতপ্রবাহে এসে পড়েছ চারামাছ
খাত থেকে গাদে এসে পড়েছ সোজা
এই শীতল তাপপ্রবাহে
পাখনা মেলা দুষ্কর
কেউ খুব প্রিয় নেই, কেউ নেই অপ্রিয়
কেবলই হাওয়ায় হাওয়ার অঙ্গহানি ঘটে!
ফাঁকা মঞ্চ নিজেই এক পাণ্ডুর সংলাপ
মানুষের কণ্ঠ কেটে বানানো উপকণ্ঠ
অথবা ভাঙন,
ভাঙনের ভেতর প্রপাত
ফাঁকা মঞ্চ আত্মহত্যা, শ্মশান কমিটি
বিষণ্ণ সঙ্গমের শেষে নগ্নতার রূপটান।