Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

ঈ শি তা   দে   স র কা র

বাড়ি

ঘর ভাঁজ হয়ে আছে একতারা রঙ দুপুরে।

চেয়ারের হাতলের বার্ধক্য পুরোনো দিনের হিট ছায়াছবি যেন—

যেন পুনর্মিলন উৎসবের জন্য নতুন শাড়ি পরেছে হারমোনিয়াম।

দরবেশি গান রোদের পাশে বসে আছে।

দু’তিনটে মাধুকরী ছাদ দরবেশি গানের খাতায় ;

এ বাড়িতে কোন বারান্দা নেই।

দু প্যাকেট ঘুমের ওষুধ রাত প্রহরীর লাঠিতে লুকিয়ে আছে।

গানের খাতাটা দিলাম তোমাকে;

একটা বারান্দা দিও।

যে ঘরকে ‘মা’ বলে ডাকবে।

স্মরণ সভা

 “মানুষটা ভাল ছিল”

“একটা ভাল মানুষ চলে গেলো অসময়ে “…

ইত্যাদি ভাসছে বক্তব্যে।

মানুষ ভাল হলে স্মরণ সভা;

খারাপ হলে পরিবারের ধূপে মৃত্যুর জন্মদিন পালন।

মৃত্যু এক সাধন সঙ্গী;

জড়িয়ে থাকে মায়ের দুধ-গন্ধের মতো

শীতকালে পুকুরে মাছ কমে এলে

কে যেন ঘুমের ওষুধের আলো নেভায়।

কেউ মৃত্যুকে চেনে।

কেউ ব্যস্ত থাকে স্মরণ সভার আয়োজনে…

 

আরও পড়ুন...