Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

না হি দা   আ শ রা ফী

বাজেট 

রাষ্ট্রের মত ঘোলা একটি আকাশ

দেখতে দেখতে 

মেঘের গজফিতায় 

মাপি হাহাকারের দৈর্ঘ্য-প্রস্থ । 

 

মাপতে মাপতে ভাবি 

বাজেটের গর্জন শুনে

বিদ্যুৎ তার চমক ভুলে যায়।

 

ওহে নিরাকার 

তোমার মুঠোয় কি কোন ম্যাজিক নাই?

 

সংসারের দরজা ঠেলে 

ভেতরবাড়ি পৌঁছানোর আগেই

আমরাও যেন ভুলে যেতে পারি

ক্ষুধার গায়েবী হুংকার। 

 

মর্গের কবিতা

একটা উচ্চমার্গের কবিতা লিখবার বাসনা 

আমার ম্যালা দিনের

তো সেই উচ্চরে ধরতে গিয়া 

নিচে তাকাইবার আর অবসর জোটে নাই

তোষামোদির তেলেসমাতিতে হোক

দেনাপাওনার দিগদারিতে হোক

য্যামনেই হউক…

যে কোন প্রকারে উচ্চরে আমার চাইই চাই

 

মাটিতে পাও নাই 

চোখে স্বপ্ন নাই 

বোধের ব্যঞ্জনা নাই 

শব্দের গৃহস্থালি নাই…

নাই…নাই…নাই

না থাকুক, তাতে কী?

 

কিন্তু এতসব কূটকৌশলী চিন্তায়

কখন য্যান বেলা পইড়া আন্ধার ঘনায়

আর সেই ফাঁকে মার্গের আ-কারটা 

লয়া গেলো শয়তান কাউয়ায় !  

 

উচ্চ নাই, মার্গের আ-কার নাই

অখনে আমি আর কবিতা 

দুইজনে পইড়া আছি আন্ধার মর্গে 

জানেন নি কেউ 

মর্গ থিকা রাস্তা ঠিক কোনদিকে যায় 

ভোগে নাকি অর্ঘ্যে ? 

 

আরও পড়ুন...