ক বি তা
ফ্লিপার এক
কোকিল রঙের রাতে মথুরার লাল…
পরানে জিরাফ নাচে লোভের মতন—
বেলাজ করাত হাসে মাটির ভেতর;
আমাদের কান্না ছুঁয়ে গাড়লের চাল!
ঘুমিয়ে রয়েছে তবু সুন্দর মেথর…
পাতার আঁচল তলে ওড়ে অবিগত
অংশত ওমের ক্ষত পিয়ালের কান্না…
মাতাল শিঙের ফোঁস আহত নৌকায়—
দারুণ করুণ সুরে জেগে ওঠে লাল
ফোটা তনিমায় যত জারুল লুটায়…
ফ্লিপার দুই
পাড়ার ডুমুর বেচে অনাব্য ত্রিভুজ
ক্ষুধার আঁচড়ে সয় কাঁচির খনন…
মাংসের দোকানি যেন কাঁটার ফিলিম
হলুদ ছোঁয়ায় জ্বলে হৃদয়ের ভুজ—
মুখোশ ছড়ায় হুল, দুখের ছিলিম…
ফুটে আছে ক্ষেপে আছে অদ্ভুত চণ্ডাল…
তবু ট্রেন ছুটে যায় ফুলের সংগীতে—
নাচের নিস্বনে খোলে জমিনের ভাঁজ,
বেঁকে যায় সুরে সুর— উন্মুখ জবান;
কাদায় জেগেছে ভিন মুখের মেরাজ…