Hello Testing Bangla Kobita

ক বি তা

প ঞ্চ ত পা   দে   স র কা র

অমৃতসম্ভার

ছোঁয়াতেও এত বিষ থাকে!

বিষ অথবা অমৃতসম্ভার

কুমারসম্ভব রচিত যে ছোঁয়ায়

আজীবন খরা শেষে, বৃষ্টি দেয় মুঠোতে আমার

শরীরের সব উত্তাপ শুষে নিয়ে নীলকন্ঠ হয়

অথবা সমস্ত উত্তাপ, দিয়ে যায় শিরায় শিরায়।

 

নেশাগ্রস্ত আমি

সান্ধ্য আচমন শেষে আহ্নিক নয়

তোমাকেই আকন্ঠ পান করব আবার

নেশাতুর হব পুনরায়

যে চোখের পাতায়

সপ্তম ঋতু লেখা থাকে

ওতে অবগাহনের পর

শরীর জুড়ে অবদাহ প্রেম ফুটেছিল সেইবার…

আবার চুমুক দেব গোলাপি আভায়

বসন্ত অধিক যে ঋতু,

তাকে আমি পাবক অথবা তোমারই ডাকনামে

ডাকব এবার…

নেশাগ্রস্ত আমি

বারবার বিস্মৃত হই

আমার যা কিছু সব

অন্তরীণ হয়ে আছে বিম্বিত সিন্দুকে আমার

 

আরও পড়ুন...