ক বি তা
অযথা শীতঘুম ডেকে যায়
সাপের সম্ভাবনা নিয়ে শয্যা পাতে খোলস
এই সর্পরহস্য ভেদে শিশু জীবন বিজ্ঞান উল্টায়
বধির অঙ্গে মাটির দোলা লাগে
ঘুমপাড়ানি সুরের খোঁজে চেরা জিভ দুধ ও কলা চাটে
যন্ত্রণার রঙ ছড়িয়ে থাকে প্রতি উজ্জ্বল সকালে
ঘুম ছাড়ে মানুষ
যেরকম সাপ ছাড়ে খোলস