ক বি তা
যন্ত্রণা সীমা পেরিয়ে চলে গেছে বহুদূর
সন্ধে মিশে যায় আজানে-স্তোত্রপাঠে
সবার ছায়া এক রকম থাকলেও
গন্ধটা আলাদা বলেই
রহস্যের সূচনা হয়।
শার্লক হোমসকে ঘুরে বেড়াতে দেখে
আমাদের পাড়ার বিমল
দেশদ্রোহী বলে চিৎকার করে।
নাথুরামের গুলি খাওয়ার পর
যেরকম চিৎকার করেছিলেন,
গান্ধীজী ।
অর্থাৎ মহাপুরুষদেরও অতীত থাকে
তাদের ত্রুটির নাম দিয়েছি স্বাধীনতা।
বিরোধ নামক নিস্তব্ধতা
ভূতের ভয় নিয়ে আসে।
জটিলতা নামক প্রোগ্রামিং আগেই সিলেক্ট করে দিয়েছে বলে
গোপনীয়তাকে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে
আর হায়েনা, শেয়ালদের কোয়ালিশন সরকার
ঘোষণা করছে,জনমুখী নীতি।
আমরা হাততালি দিচ্ছি
আমাদের হাততালির শব্দ বন্দুকের গুলির শব্দকে ছাপিয়ে যাচ্ছে
আমাদের কাগজে পরের দিন উৎসব ছাপা হচ্ছে।
আমাদের আনন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানির মতো
আমরা এই ক্যাম্পে বেশ ভালোই আছি।