ক বি তা
প্রতিদিন একটা সর্বনাশ লেখা হচ্ছে।
ভুল থেকে ভুলের দিকে
পোশাক টেনে নিচ্ছে
কালো চামড়ার ভয়,
আশ্চর্যের ডগা মুখে নিয়ে
উড়ে যাচ্ছে।
দৃশ্য ছাড়িয়ে কত তদন্ত
বড্ড ছিন্নভিন্ন এখন।
পরিণত ঝড়
অন্ধকার জুড়ে শ্রেষ্ঠ ঘোরপাকে
ঝাউয়ের গন্ধ
অদৃশ্যে ছড়িয়ে পড়ছে
বিশ্বস্ত একফোঁটা বিষ,
এখনও শীত বাকি…
পূর্ণচ্ছেদ টানতে টানতে
আরও ভিতর ভাঁজে,
নখে দাঁতে আয়ুর অবসান।
আরেক জন্মের
সর্বনাশ ঝুঁকে আসছে…
সেখানে নাছোড়বান্দা আমি
আত্মহত্যার পরও
জীবনের শর্টকাট ছুঁয়ে আছি