ক বি তা
নিঃশব্দে ফোঁপাতে ফোঁপাতে
আর নিঃশব্দে গর্জন করতে করতে
কতদূর
কতদূর তুমি হেঁটে যাবে মানুষ!
এখানে বিদ্যুৎ নেই
পানীয় জল নেই
রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ
আর মানুষের চলতি উনান
রক্তের মধ্যে ঢুকে যাওয়া নোনা জল
কতদূর
কতদিন
আর মেনে নেবে মুখ নিচু করে!
শক্ত করো চোয়াল
কাঁধ করো শক্ত আরও মজবুত
রোদে পুড়ে যেতে যেতে
জলে ভিজে যেতে যেতে
মনে রেখো।
তোমাকেই এই মাটিতে পুঁতে যেতে হবে বীজ!
জ্বালো।
আমরা চকমকির ব্যবহার শিখিনি এখনও!
রকমারি প্রসাধনী খেল
যারা জানে তারা জানে
হাত সাফাইয়ে মানুষ বিহীন
রুপোলি কৌশল।
মুতবে?
মোতো!
আসলে কোনো চেষ্টাই বৃথা যায় না কখনও!
একবার
দু’বার
নাহলে তিনবার
এতে ভেঙে যাওয়ার কিছু নেই।
ঠিকঠাক মুতে যেতে পারলেই কিস্তিমাত।
দেখবে তোমার মুতেও জ্বলে উঠছে বাতি!