ক বি তা
একাকিনী সন্ধ্যামাখা গায়ে বিবর্ণ বাতায়নকেশে…
অঙ্গুলিতে দিনভর লাশের ছায়ামূর্তি
ব্যাকুলমনে গলন ধরা নিঃশ্বাস
পয়জনের কামুকঘ্রাণে বিলোলিত সর্বনাশ
কুড়ো বুড়োপাতার কুঁচকানো কুচকাওয়াজ
কাঁচুমাচু মাছের আঁশ-
অতুলহাসিনীর পায়েল উল্টো ছন্দে
আনন্দজলেও পিছলায়,
কাজলাজলে একমুঠ আঁজলায় পিছলতৃপ্তি,
বাসিভাতে ভিজে হাত; শব্দের ঢিলে বাজের ভাঙা,
ধোঁয়াটে মাল্যবাঁধনে শতবার চুম্বিত ললনা ফেরায় মুখ
সোহাগী মুখের বসনে চাঁদনিরাতে কবিতার স্বরে অট্টহাসি
ব্যাকুল প্রেম বৃষ্টিতে ধুয়ে কাঁদে-
ইষ্টিকুটুম্বের উৎপাতে উৎসবে একতারা একতা হারায়,
ক্রমেই পড়ন্ত বেলায় আগুন চেপে অন্ধকারের গন্ধে
বর্তমান কেবলই অন্ধকারে উল্টো গন্ধ শোঁকে