ক বি তা
সময় ফিরিয়ে দিলে নিশ্চিহ্ন যাযাবর হয়ে যায়
যুবতী বাতাস খাড়া হয় অলৌকিক ঢঙে
আমার নিশ্চিত জবাবে স্পষ্ট পৌরুষেয় শিরদাঁড়া
নদী বহমান, আর রাজনৈতিক ব্যারিকেডগুলি বন্ধ
আমরা পরে কখনো লিঙ্গ নিয়ে কথা বলব না
আমার শরীরের পিণ্ডগুলি তোলা রইল বাৎসল্য আবেশে।
তুমি যখন আটত্রিশ কিংবা আরেকটু বেশি, মা হয়ে ওঠার ভারে
তোমার চামড়া পাখি হতে চাইবে। তুমি ভাববে, চাঁদ নামুক বৃষ্টি হয়ে।
ঠিক জানিনা, তখন কী হবে, তবে একটি অলৌকিক ঘুম
চুমু দেবে তোমার সর্বত্র। ভাবো সেই সময়ও
এক অন্যপুরুষ তোমার রাজ্যে চিৎকার করছে