ক বি তা
কোকিল যেমন আছে
কারখানাও আছে
দৃঢ় বিশ্বাসের পাশে
অহেতুক অবিশ্বাস আছে
শান্ত ডাহুক আর
শিকারি চিলের ঝাঁপ আছে
যত্নের গোলাপ আর
অযত্নে বেড়ে ওঠা
বুনোফুল আছে
বলির বাজনা থামলে
আগমনী, ভাটিয়ালি আছে
তছনছ থেমে গেলে
ভোরের নরম আলোর
প্রত্যাশা আছে
ত্রস্ত পৃথিবীর বুকে
জিয়নকাঠির মতো
আশাতীত সংকল্প আছে
বিনাযুদ্ধে নাহি দিব সূচ্যগ্র জীবন
এইটুকু অহংকার আমাদেরও আছে
ভাতের থালার পাশে
সামান্য নুনের মতো
চিরকাল থেকে যাবো—
এমনই তো কথা ছিল
কথা হয়ে আছে
ঘাতকের নাম ক্লান্তি
ঘাতকের নাম খিদে
রেললাইন ধরে হেঁটে চলে ওরা
ভর করে শুধু জিদে
দিন থেকে রাত ভোর হয়ে যায়
পৌঁছতে হবে বাড়ি
এতসব কথা জানত না সেই
ধেয়ে আসা মালগাড়ি
হাঁটতে হাঁটতে চোখ লেগে আসে
লাইনেই রেখে মাথা
জনগণমন ঘুমিয়ে পড়েছে
ঘুমোয় গাছের পাতা
ঘাতকের নাম খিদে
ঘাতকের নাম রুটি
মরে গেলে তারা সাহায্য পায়
গণতন্ত্রের ঘুঁটি
আজকে মরেছে, মরবে কালকে
জানবে না কারা দায়ী
মানুষের মতো দুই পায়ে হাঁটে
ঝাঁকে ঝাঁকে পরিযায়ী