ক বি তা
ক্ষমতাই প্রকৃত সত্য
যত মত, তত পথ নেই
বাজারের মাঝে…
সব বিলি হয়ে গেছে
রহস্য উঠছে।
রহস্য নামছে
তোমার টানা চোখজুড়ে
শুধু বেদনার রিমঝিম…
তোমার স্তনের মাঝে
প্রকৃত জগৎ উঁকি মারে।
ছলে-বলে সব অন্ধকার
রঙের খাতায়, হালখাতা হয়ে যায়
তুমি নদী…
একে একে সব গল্প পড়ে ফেলো
সব ধাঁধায় একই প্রশ্নচিহ্ন!
জমতে জমতে
কপালের ভাঁজে,
আরও একটা তুমি হয়ে উঠছ…