ক বি তা
জোনাকির আয়ুষ্কাল ভেঙে ভেঙে
আলো হারাচ্ছে যে ক্ষেত
তার আলপথ তুলে সমান করে দাও সূর্যাস্ত
অন্ধকারও কোনও কোনও খাদকের
চোখে লেপে দেয় আলো
আমরা তাকেই নিভৃতে রামধনু বলে ডাকি।
বাপাস যাও। বাপাস যাও।
অনুপ্রবেশের খিলখিল হাসি,
পিছন থেকে ছুরি মেরে চিরাগ জ্বেলেছে
ফলিডল পেরিয়ে আসা কর্কটরাশি
একটা সেফটিপিন একটা কাস্তে
কী করে আলো হয়, মা জানে—
দেখলো, খিদে গুঁড়ো করে দাঁড়িয়ে থাকা
একটা বাচ্চা ভাগচাষী;
সাদা থান এতো রঙিন,
কথাটা কেউ কাউকে এর আগে বলেনি