ক বি তা
তোমার ওষ্ঠের দিকে তাকিয়ে থাকি নির্নিমেষ,
লক্ষ দুঃস্বপ্নের ভিতরে
শেষ আনন্দমুহূর্তের প্রতিচ্ছবি জেগে থাকে ওখানে,
আমি পেরিয়ে এসেছি কত শূন্যতার দরজা,
ঝলসে ওঠা ব্যর্থ কান্না, আর নক্ষত্রসম দগদগে ক্ষত,
আমার দুপাশে জেগে থাকা হলুদ ঘাস, সাপের খোলস,
জীর্ণ ঝরাপাতাদের ছুঁয়ে ছুঁয়ে আজ নির্ঘুম হেঁটে যাচ্ছি
নির্জন বিকেলের ম্লান আলোয়,
তোমার চিবুকের উপর এসে পড়া
অপরাহ্নের দ্যুতি নিয়ে
নিঃসঙ্গ পুণ্যার্থীর মতো
আমি পেরিয়ে যাচ্ছি
ভালবাসার অন্তিম সূর্যাস্ত-সাঁকো