ক বি তা
যখন নিজেকে বন্ধ বলে ঘোষণা করি
তখন আর কোনো পথ খোলা রাখিনি
এসো, এখানে অবিরাম মুক্ত আকাশ
একফালি চাঁদ এনো সঙ্গে, ও আধোচাঁদ
আমি বুক ভরে নেবো মুক্ত বাতাস
এখানে আর হৃদয়ের বোতাম খোলে না
চিনির পিঁপড়াগুলো বড় মিষ্টি
কৌটা ভরা নিষিক্ত কামনা;
উজাড় করে দিয়ে নিজেকে বন্ধ করেছি
পরিত্যক্ত বাড়ি, পাহাড়ের ভাঁজে মন্দির বানিয়েছি
মনছবি আঁকা মহলের মতো
মহলটা যেন আমারই মতো!
এসো এবার তীর্থে যাই
বন্ধ চোখে আর কোনো পথ নাই।
এই জীবনের পরও যদি আবার সাধ হয়
পরপারে মেঘের গর্জন শোনো তবে
প্রত্যাখাত জীবন নিয়ে ধেয়ে এসো বিবাগী—
সন্ধ্যার আড়ালে তীব্র মায়াহরিণী চোখ
যদি পথ ভুলে অপরাহ্নে নেমে আসে শ্বেত নদী
তবে নিজেকে সামলে নিও ফের
আমিও তোমার মতো মুছে যাবো
রয়ে যাবে চিহ্ন যেটুকু খেলা শেষের
ঘুঙুরের ঘুম ভেঙে গেলে জেনে নিও
পথ আর কতটুকু বাকি,যেন তুমিও
রয়ে যাওয়া অনেক ফুরাবার পরও
রিনিঝিনি শব্দে না হয় আসুক নেমে
সমস্ত জোনাকির আলোকিত এ-নৃত্যে—
এইসব পালাবদলের দিন শেষে জেনে নিও
এই আমি বন্দি ছিলাম ঘূর্ণায়মান ছন্দে