ক বি তা
ধুয়ে-মুছে নিকানো শরীরে
বহন করে চলা প্রয়াত পরাণ। কান্নায় তফাত কী-
কাক ও কোকিলে?
বৈশাখ আনে যদি শ্রাবণবাহার
তুমি তার জলফুল ফেলে দিয়ে
গুচ্ছ গুচ্ছ কাদার কুসুম;
নাচহীন নভে
ঝিরিঝিরি মৃত্যুর ঝুমুর।
আমার জন্যে ভুক্তাবশেষ
আত্মার অন্ধকার ইন্তেজার ;
তনুতীব্র তারার তাবাসসুম।
জতুগৃহে যখন পাখা মেলে আমাদের কফিন,
মালঞ্চমিনার মধুর খুব
মনসা-মায়ায়।
হৃদয়হরিণ হরণ করেও দেখি
তোমার গান আজ কতটা
সবুজ সারগাম!
জনম জনম
জপযজ্ঞ, ঊষার আয়াত শেষে
পাওয়া যেতে পারে
অন্ধকার জমিজিরেত,
প্রার্থিত পলি।
পৃথিবী পেরিয়ে আসে
এমন কত
নিষ্ঠুর এপ্রিল
শুভ শুক্র আর ধূসর বুধবার,
তবু পেরোবার পরিধি
কোন বিষবীজে,
সোনার সাতপাকে বাঁধা?