ক বি তা
ফুলের বাগান দেখে ভয় করে
ঈশ্বরের সাথে কথা বলি
ফিসফিস ফিসফিস করে
হাওয়া ওঠে হাওয়ারা ছড়ায়…
গোপন রাস্তা খুঁজি
অন্ধকার সরু হয়ে আসে
আমাকে পেঁচিয়ে ধরে
সরীসৃপ তারা ফুটে ওঠে…
গুহার মধ্যে ঢুকি
ভেজা ও গভীর শূন্যে গর্ত নেমে যায়
ঈশ্বরের কানে কানে বলি
হাওয়া ওঠে হাওয়ারা ছড়ায়…
দূরত্ব গভীর হচ্ছে…
কথা বলতে ভয় করছে তাই
ঠোঁট নাক চাপা দিয়ে আছি…
দূরত্ব মৃত্যু মাপছে
ছিপখানি তের ফুট দূরে…
এইমাত্র ধুয়ে ফেলি সব
শ্মশান পোড়ার গন্ধ
মৃতদেহ উড়ছে হাওয়ায়…
দূরত্ব সময় মাপছে
ক্রমশ কী সরীসৃপ হয়ে যাচ্ছি নিজে
সুড়ঙ্গ গভীর হচ্ছে
ঢুকে যাচ্ছে মন মুখ মাথা
আকৃতি পাল্টে যাচ্ছে রোজ
গিরগিটির লেজ অধিক
স্পষ্ট হচ্ছে
র্যাটেল স্নেক
হ্যান্ড ওয়াশের নীচে একটু পাল্টে যাওয়া যামিনী রায়ের
ছবিগুলি…
ফোস্কা পড়া,গরম জলের ধোঁয়া
এর ওর গলা নিয়ে
ছুটে যাচ্ছে রোজ…