ক বি তা
তারে তারে ঝুলিয়ে এসেছি বন্দুক
ক্লিপে এঁটে এসেছি ছোট ছোট গুলিকেও
কিছু একটা ঘটলেই
আবার নেমে পড়ব মাঠে
তেমন কিছু দেখলে
আবার ছুঁড়ব পেটো
কিন্তু কিছুই ঘটছে না
ফুল ফোটা ছাড়া…
ঝুলে থাকা তারে অল্প অল্প
শুকিয়ে যাচ্ছে
পৃথিবীর যত ক্রোধ… ঘৃণা
আমরা একটা অলৌকিক জাহাজের সামনে বসে আছি
আমাদের পায়ের কাছে নীল রঙের ঢেউ
গোড়ালি ভিজিয়ে দিচ্ছে
এক এক করে আমরা সবাই গান শুরু করছি
আমরা গান গাইছি জোরে
সে গানে জাহাজও সরে যাচ্ছে দূরে
আমরা একটা অলৌকিক জাহাজের সামনে বসে আছি
আমাদের পায়ের কাছে সাদা রঙের ফেনা
ভিজিয়ে দিচ্ছে হাঁটু
জাহাজে ভরা আছে এক মজে যাওয়া পুকুর
হলদেটে তার রঙ
না জানি কে তাকে অর্ডার দিয়ে কিনেছে
জাহাজে করে একটা মজা পুকুর চলে যাচ্ছে ওপারে
এক অলৌকিক গর্জনের সামনে বসে
আমরা শিখে নিচ্ছি অসীম নিস্তব্ধতা…