ক বি তা
তোমাকে পাগলের মতো কত নামে ডেকেছি জীবনে
কত নামে… কত নামে… কত নামে…
তবে সবচেয়ে প্রিয় নাম ঝিঁঝি
যখনই একলা লাগে আমার
যখনই মনে হয় তুমি নেই
যখনই ভাবি এতদূর চলে যাবার পর আর কেউ ফেরে না কখনও
ঈশ্বরের দিব্যি! তখনই পৃথিবী চুপ করে যায় চারিপাশে…
ঝিঁঝি ডাকে… ঝিঁঝি ডাকে… ঝিঁঝি ডাকে শুধু…