ক বি তা
বালকের হাতে পেনসিল রঙিন
ফুটে উঠছে এক আশ্চর্য দিন
স্বপ্নিল চোখ ঝুঁকে খাতার উপর
মুখে তার লেগে আছে অনুপম ভোর…
সকালে বাসস্টপে দেখা
দুপুরে কলেজ স্ট্রিটে
বিকেলে হাওয়ায় উড়ে
পার হচ্ছিলে জেব্রারেখা।
সন্ধ্যায় অঝোর ধারা
চায়ের দোকানে তুফান।
টেবিলের কোণে তুমি
আর শ্রাবণে ভিজছে পাড়া।
রাতে শুনশান গলি ফাঁকা
ব্যালকনি থেকে দেখি
ফুটপাতে তোমাকে জড়িয়ে
পাগল ঘুমোচ্ছে একা।