Hello Testing Bangla Kobita

ক বি তা

দী প ক   লা হি ড়ী

অসহায়

পশ্চিম গেল অহোরাত্রির বাঁকে

পুবের আকাশ ধূসর গেল না বোঝা

যারা চলে যায় মৃত্যুর পথ দিয়ে

স্মৃতি রাখে তার অতীতের খোলা তাকে

 

স্বপ্নেরা খোঁজে তল্লাশি আলো মুখ

পেলো কী… সন্ধানী আলোটুকু

হিমেল চূড়ায় অগণিত অভিশাপ

অতি দূরে আছে পাতা ভরা সব সুখ

 

কে কাকে নাচায় অন্তরে দিন শেষে

পথ যদি যায় দুর্গম পরিখায়

টিলা আর যত অসহায় পথরেখা

গভীর অন্ধ রাত্রির কালো কেশ

তারারা শোনে না কথা বোঝা তার দায়

যা কিছু গোপন অথচ দুর্নিবার

আলো সরে গেলে পর্বতে সানুদেশে

শস্ত্রবিহীন মানুষেরা অসহায়।

 

ভোর

সমস্ত সকাল যেন ঘিরে আছে

                             মেঘ

কখনও বা উড়ে যাচ্ছে

যে যার পছন্দ মতো

বিদায়বেলার শাদা রুমাল

                বলে গেল যাই

গভীর নৈঃশব্দ্য ভেঙে

                 প্রজাপতি বসে

শুকনো পাতার খরখর শব্দ

                     ডাকছে কাউকে

পাখিদের ওড়াউড়ি 

থেমে আছে আশঙ্কার ভোরে…

আরও পড়ুন...