Hello Testing Bangla Kobita

ক বি তা

এ ক রা ম   আ লি

লং মার্চ

ছয়

 

গতকাল মা কালী এসেছিলেন

গলে মুণ্ডমালা, রক্তমাখা টিনের জিভ দাঁতে কামড়ে

 

আজ হাতে ডমরু, গলায়

সাপ জড়িয়ে অভুক্ত স্বয়ং বাবা মহেশ্বর

 

গ্রামবাসী জানে— আগামীকাল আসবেন হনুমানজিউ

সারা গায়ে ভস্মবর্ণ লোম, মুখে কালি

বুকে আঁকা সস্ত্রীক শ্রীরাম

 

তারপর সেই উন্মাদ তরুণ, হাতে-পায়ে শিকল

ছেঁড়া শেরওয়ানি, উড়ো চুল, গালে নুর

ভাঙা গলায় তাঁর আর্তি শোনা যাবে—

লাইলা, আমার লাইলা

 

সবাই পাগলের মতো মাটি খুঁড়ে খুঁড়ে দেখছেন

ধরিত্রীর তমসাকে

আরও পড়ুন...