ক বি তা
লিখেছি বৃষ্টির কথা
লিখব রৌদ্রের কথাও
কথার ভিতর
নীরবে যে আকাশ পেখম মেলে
তাকেও আনতে হবে লেখার মধ্যে
আনব; আনব ডিজেল ও কফ
সাপুড়ের বাঁশি ও নৃমুণ্ডমালা
আনতে হবে সুদূর
ইউরেনাস নেপচুন প্লুটো
ডানায় ধরে আছ জল
আর শেকড় ছড়িয়ে দিচ্ছ
মাটির গভীরে, অন্ধকারে
অন্ধকার রাত্রির তারা
যতবার ওই তারার কাছে যাই
ততবার দেখি তোমাকে
দেখি, কাছে ও দূরে
আলোর বেগে চক্র ঘুরছে
পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নির্জন