ক বি তা
কোন পাখি ললাটে লিখিত?
কোন বৃক্ষ প্রতিষ্ঠিত
ভাগ্যের আকাশে?
নিচে পড়ে তার ফল, কী অপূর্ব স্বাদ!
আমার যা কিছু কথা আজ
সমাদরে নিলেন সকলে
কথা ছাড়া আমি
কী দাম পেতাম
কথার ভেতর দেশে রাখা কথাখানি
বলিনি এখনও।
কোন পাখি
ললাটে লিখিত? তার ডাক
আসে এই মর্ত্যধামে।
আমার ছেলের মতো সব দায়িত্বের কাজ
করেছ তুমিই
দু-ডানা গোপন করে তুমি মানুষের ছদ্মবেশে
আমাকে সাহায্য করতে এলে
পরের মেয়ের মতো মুখশ্রী তোমার
আমি চিনে ফেলে
ভুল করলাম
তুমি, পাখি, তৎক্ষণাৎ ডানা দু’টি মেলে
ললাটে স্বক্ষেত্রে ফিরে গেলে