ক বি তা
দ্বিতীয় বার পাশাখেলায় পাণ্ডবরা
পরাজিত হলো।
প্রথম বারের পর দ্বিতীয় বার।
পরাজিত হবে জেনেও তারা কেন
দ্বিতীয় বার পাশা খেলতে রাজি হলো
এই আলোচনা গত দু-হাজার বছর ধরে চলছে।
এই আলোচনা কোনো দিন বন্ধ হবে না।
এই আলোচনার উপর দাঁড়িয়ে আছে
মানুষের সংসার
ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সমাজে
ভিন্ন ভিন্ন ভাষায়।
সর্বত্র একই মানবমন
সর্বত্র পাশাখেলা
সর্বত্র অন্ধের উল্লাস ঘিরে জীবনযাপন…