ক বি তা
অন্ধকার স্নানঘরে জোনাকিবিলাসিতায় মগ্ন টুটুপিসি। ঝমঝম বৃষ্টি ঝরছে টিনের চালে
গুনা দিয়ে পেরেকের সঙ্গে আটকানো স্নানদরজা
দোতলার বারান্দা থেকে ঝুঁকে পড়ে নীলরশ্মিদল
বহুকাল হল হাফপ্যান্টের ভ্যাবাচ্যাকা দিন উড়ে গেছে
উড়ে গেছে টুটুপিসির জোনাকিবিলাসিতা
টুটুপিসি নিজেও উড়ে গেছে বাইপাসের ধারে নিরিবিলি
অন্ধকার ঐ স্নানঘর এখন প্রোমোটারের লক্ষ্মীসদন
সবই কি উড়ে যায়, হারিয়ে যায় ঝোড়ো হাওয়ায়?
কার্নিশের নিচে তো একটু শুকনো জায়গা, বৃষ্টিদিনে
সেইখানে দাঁড়িয়ে শূন্য বাতাসের দিকে মৃদুহাসি
না। টুটুপিসি বলে কেউ ছিল না, ছিল না
জোনাকিবিলাসিতাও। কল্পবিজ্ঞানের বিজ্ঞানটুকু
গেঁথে যায় মগজের কোষে কোষে
তবু ঝড়বাদলে আজও ঝুঁকে পড়ে নীলরশ্মিদল
ঝমঝম