ক বি তা
ফুল তুলছিল, ওরা।
ওরা মানে, মালতী, কেতকী, জুঁই, পারুল
টগর।
তাই ফুলে, বেশি হাসাহাসি হিঃ হিঃ হাঃ হাঃ।
বোলতা, দ্বিরেফ, মৌমাছি।
তাই ফুলে, বসন্ত, হেমন্ত, হেনা
যুথি, জাতি, বেলি
তাই ফুলে, প্রমোদা, ক্ষীরোদা, কেয়া,
মৃদু মৌসুমি।
ওরা তুলছিল, ফুল্ল, কুসুম-নূপুর
সোম, মঙ্গল, শুক্র, শনি
রবির দুপুর।
ওদের বাড়ির পাশে, রেনু ওড়ে, সুগন্ধ,
পাপড়ি, কাটুম কুটুম, বেনেবৌ, বসন্তবৌরি
ওরা মানে, শূন্যতা, অসীম, অনন্ত, হা হা
পরাজাগতিক, মহাজাগতিক, গৃহহারা।