Hello Testing Bangla Kobita

Advertisement

1st Year | 8th Issue

রবিবার, ১লা ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | Sunday, 14th February 2021

বাং লা দে শে র  ক বি তা

মা হ মু দ   নো মা ন

ফুঁ

চোখে পোড়াবাড়ির পুকুরের নাভি
লিপস্টিকে ভ্রমে রক্তাক্ত ‘হরি,
চুঁইয়ে চুঁইয়ে জলের অলংকারে
উঠোনজুড়ে ছায়ের মেঘেদের ঘাম;
গন্ধ চোর বাতাসে নড়ছে দেউটি –
নাইটি, এভাবে খোলে না জানি
কীভাবে খোলে বলো রাম রাম!
চারদিকে শুধু একজনাই দেবী
গোলাপজলে দৌড়াচ্ছি অভিরাম;

 

নৌকা হারালেই

ক্রমেই সরে যাচ্ছি –
আঙুলের ফাঁক গলে বৃক্ষরাজির ছায়া
তুমুল জোছনা ছড়ানো আঙিনায়
উবু হয়ে ডাকছে নিমচড়ুই,
হামাগুড়ি দিয়ে আসছে শিরশিরানি বাতাস
আগুনের অঁলার মতো সিনার কাছে
বৃষ্টিবিঘ্নিত তুমিময় স্পর্শ,
দোল খাচ্ছে পাতাবিহীন ডালে
জলের দানা টুপ করে ঝরলেই
নদী বড়ো একা,
নদীর এপার-ওপার জানে
খেয়াঘাটে কেউ দাঁড়ালে
হাসে ঢেউয়ের শরীর…

আরও পড়ুন...