Hello Testing Bangla Kobita

ক বি তা

মৃ দু ল   দা শ গু প্ত

একটি কবিতা

আপদ-বিপদ তারা দুজনে একত্রে আসে ঘটনার আগে

তখন ঘড়ির কাঁটা

তদুপরি চশমাটা

নিজেদের গোলেমালে ভরে গেলো এলোমেলো দাগে।

কোথায় গুলির টোটা?

এক ফোঁটা… দুই ফোঁটা…

অনেক আলোর ধুলো ঢুকে গেলো মনে ও মগজে

 

দৌড়োলো তৃতীয় রক্ত, প্রথমের, দ্বিতীয়ের খোঁজে

আরও পড়ুন...