ক বি তা
আমি সেই বেহালা বাদক
ক্লান্তিহীন ছড় টেনে যাই
আগলে রাখি স্বর
এই তো সম্বল, এইটুকু নিয়ে
এক পা দু পা করে এগুতে এগুতে
ফেলে আসি আলোছায়া দিন
কোথাও ঘুমিয়েছিল জ্যোৎস্না মাখা রাত
বর্ষা ভেজা যুঁইফুল শরতের ভোর
দু চোখের সব দেখা জড়ো করে রাখি
তবু কিছু ঋণ বাকি থেকে যায়
অপরাধ ছুঁয়ে ছুঁয়ে আমার স্বপ্নের নদী হারিয়েছে পথ
আজও টের পাই
শান্ত নদীটির চোখে জল ছিল
ছিল জেগে থাকা নাকের নোলক।