ক বি তা
হাতে হাতে শৃঙ্খল ছিল
সঙ্গীতে সমবেত সুর
সাথী ছিল পাগলা নিশান
মনে হত, নয় বেশি দূর
সাম্যের সখ্যের গ্রাম।
মনে হত, বেশি দূর নয়
সকলের ন্যূনতম দাবি
দু’টিবেলা পেট ভরা ভাত
জুটে যাবে ঠিক নিশ্চয়
নয় সেটা নিছক খোয়াবই।
আজ দেখি, আমার এই দেশে
সংখ্যাতে বাড়ে অনাহারী
গতকাল খেটে খেত যারা
তারা আজ পথের ভিখারি।
হাতে হাত হবে না তো আজ
এল সংক্রমণের রোগ
বাড়ে শুধু মৃত্যু মিছিল
চারিদিকে হাহাকার, শোক।
খোয়াবই কি ছিল সব তবে?
সকলের পেটে ভাত ডাল
জোটানো কঠিন এত হবে
বুঝিনি, অভুক্তের নাড়ি
ছিঁড়ে খেয়ে যাবে মহামারী।
এক
হাত ধুয়ে ফেলা খুব ভালো অভ্যাস
আজকাল শিখেছি।
যে কোনো ঘটনা থেকে ফিরে এসে
হাত ধোয়া স্বাস্থ্যকর।
মনের ভেতরে কোনো ভাইরাসের অনুপ্রবেশ
ধ্বংস করে, নষ্ট করে ভবিষ্যত, আশা।
ভীষণ খতরনাক ভাইরাসের থেকে
সাবধান হওয়া ভালো।
কোথায় ছড়িয়ে আছে তুমি তো জানো না।
প্রতিটি ঘটনা থেকে নিজের ভেতরে ফিরে
মন ধোয়া ভালো।
দুই
মাস্ক বাঁচিয়ে দেবে ভাইরাসের থেকে
মাস্ক বাঁচিয়ে রাখে মিথ্যাচার থেকে।
দেঁতো হাসি, অনিচ্ছার হাসি আর
বইতে হবে না
ওজনদার মাপা হাসি
তাচ্ছিল্য বা বিদ্রূপের হাসি
সইতে হবে না।
বাঁকা ঠোঁটে ভাইরাস ওগরাল যে
তার মাস্কেই আটকে যায়।
তোমার মন স্পর্শ করে না।
সারাদিন অজস্র মিথ্যে হাসি
না-হাসার শান্তি নিয়ে
ঘরে ফিরে মাস্ক ছুঁড়ে ফেলে
অকলুষ প্রশ্বাস বুকে ভরে
আপনজনকে বুকে নিয়ে
প্রাণ খুলে হাসো
হাহা হিহি হোহো এবং হোহো।