বাং লা দে শে র ক বি তা
এই বৃষ্টি
ঊষর পৃথিবী;
অশ্রুমালঞ্চের
মধুর মুকুট।
শ্রাবণে অগ্নিকাণ্ড
রুখাসুখা জীবনে
দাহদীপ্ত বর্ষা।
জলছাইয়ের ডৌলে
মেঘপোড়া মওসুমে
তুমি আর কোন
প্রজ্জ্বলিত অলীকের
অপেক্ষায় থাকো!
স্বপ্নের তনুতীর্থে
জরুরি চুনকাম
বাদলবেলায়
করে ফেলা ভাল।
নিঝুম আমাকে কেন
বিগত গ্রীষ্মের কোরাসে
নিয়ে যেতে চাইছ!
ভুলে গেছি
ঋতুর পূর্বাপর,
শুধু এই বর্ষার
ইতস্তত মল্লারে
উপদ্রুত আমাকে
লয়ে যাও পারে,
নীল বেদনার ভেলা
আকাশের শাদায়
ভাসতে ভাসতে
এসে পৌঁছে
বর্ষার দাউদাউ নদীতে;
আমার স্বপ্ন ও গন্তব্য
তবু তোমার
রিমঝিম-রহিত।