ক বি তা
একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়ব নির্দিষ্ট চোখের উপরে
ভিজিয়ে দেব, নির্জনে গড়িয়ে যাব অচেনা শরীর বেয়ে বেয়ে
একদিন তোমাকে চাইব
ভাঙবার আগে ঢেউ যেইভাবে বালুতট চায়
একদিন স্পর্শ করব, আচম্বিতে রোমকূপে ফুটে উঠবে ফুল
পরিখা পেরিয়ে শেষে পৌঁছে যাবে মোহনায় নিভৃত আঙুল
একদিন তোমাকে আমি সরাসরি প্রশ্ন করব চোখে রেখে চোখ
তোমার ঠোঁটের পাশে মুখ রেখে খুব কাছে আসব একদিন
দেখব ঘামের গন্ধ কতটা বা হতে পারে তেমন অমোঘ
একদিন তোমাকে আমি টেনে নেব এইভাবে কাছে, খুব কাছে
অন্ধের স্পর্শের মতো পেতে চাইব সাহচর্য, নিবিড় আশ্বাস
নিয়মবিহীন হব, প্রগলভ হবার অজুহাতে
ছোবল দেবার মতো জিভ দিয়ে শুষে নেব নাভির সন্ন্যাস
একদিন তোমাকে আমি আবিষ্কার করব অন্যভাবে
হয়ত তুমিও করবে, না বুঝেই
না ফোটা ফুলের কুঁড়ি দিনের প্রথম আলো চেনে যেইভাবে
আমার ভিতরে এক সমুদ্র আছে
যার জল লোনা নয়
ডুব দিয়ে স্বাদ নাও যদি
কেটে যাবে সব অনিশ্চয়
আমার ভিতরে এক সমুদ্র আছে
মিশে তাতে আছে সাতশো নদী
যদি এর একটিও চাও
ঝাঁপ দাও অতল অবধি