ক বি তা
অন্ধকারের উপর দিয়ে হাঁটতে হাঁটতে
ঢেউ এবং কেউ কেউ
ধ্বনির শরীর
একা দেখা শ্যামলছায়াটি
গোল হয়ে বসা অভিশ্রুতিরা
তারপর কবিতা গল্প গান
একটি সম্পাদকীয়র জন্য হাঁটছি কিনা
প্রতিবেদনের অপেক্ষায় বেদন হয়ে ওঠা পা দুটিকে
পথ হারাতে মানা করেছি কিনা
আচমকা বিজলী গেলে
দূরে পাল তোলা কেউ কেউ তরুণী
সিস্টার ডাকে উদাস হওয়া মেরিণ
খুব সাদা রঙের স্যালাইন ঝোরা
গাঢ় ছায়া পড়ে আছে লম্বা হয়ে
অভিশ্রুতি কবিতা পড়ছে
পায়ের শব্দ শুনছি কবে যেন একা একাই
যখন পাতা নড়ে
দড়িতে ঝোলানো পোশাকও একটু একটু
আমার খালি গা ভাবছে বসন্তকে
যেন সারাবছরের শীত
আর ঝরা গানের প্যাণ্ডেল
কয়েকটা সিঁড়ি বারান্দা আর মাঠ
ফুটে উঠছে হোয়াটসঅ্যাপে গ্রীলে
লাইনে পংক্তিতে এইসব তখন
মুদ্রাদোষে যখনের পর নড়ে
চরে বুগিয়ালে উলেন ভেড়ারা
দুইদিকে এসক্যালেটর
ঝর্ণা নামছে আর আমার দশতলা চড়াই
কবে যেন পাতাল রেল
চাঁদনি চক স্টেশন থেকে রুকস্যাক পাথর জংগল
কাঠের ঘরের পাশে জলের দ্রিদিম
সামান্য খাদের পরে
ছিন্ন ফেসবুকের পরেও নড়ে পাতা
বন্ধু সমীরণ
চিরসখা হে, ছেড়ো না