Hello Testing Bangla Kobita

ক বি তা

শি বা শি স   মু খো পা ধ্যা য়

ডুবে ডুবে জল

দ্বিপ্রহর ভালবেসে নিষিদ্ধের টানে

একবার ঢুকেছিলাম স্বর্গের বাগানে।

 

মুহূর্তে অচেনা হল আমরা যাকে চিনি

ঘরে সে লাজুক কিন্তু মালঞ্চে মালিনী

 

টলোমলো কাঁচুলিতে ঘেরা কুঞ্জে ওর

শ্বেতপদ্মে বসা দু’টি খয়েরি ভ্রমর।

 

ঘেরাটোপ ভাঙল যেই প্রেমিক সুজন

জিভের কোরকে ফুটল স্বাদের নন্দন।

 

পাপড়ি সরাও যদি গোলাপের স্নান

বৃষ্টিপিছল পথে প্রবেশ আহ্বান।

 

পৃথিবী উপুড় হল, বর্ষা ঘনঘোর

গান হয়ে বেজে ওঠে সুরেলা কোমর

আরও পড়ুন...