ক বি তা
১
মানুষের কান্নায় পাতাল নড়ে উঠছে,
দুলে উঠছে অন্তরীক্ষ,
হে ব্রহ্মা বিষ্ণু হে দেবাদিদেব মহাদেব
কথা বলো
মানুষের সঙ্গে একটু সোহাগের কথা বলো
একটু বিবাহের কথা বলো
একটু যৌনতার কথা—
অতদিনের জমাট বাঁধা চাপ চাপ কান্না
গলে জল হয়ে যাবে।
মানুষ কান্না ভুলে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে।
২
কেউ ঢেলা মারছিল ভগবানের গাছে, আর
উড়ন্ত ভগবান ঝুরঝুর করে ভেঙে পড়ছিলেন
মাটির ঘরে
মাগো, কী অলুক্ষুণে কাণ্ড,
সারা দেশ এই অত্যাচার দেখতে
জেগে উঠেছে
এদিকে আমার হয়েছে মরণ,
সারারাত প্যাঁচামুখো চোরের খপ্পর থেকে
বেরোতেই পারলাম না।