ক বি তা
একটা নয় পিলারের সেতু
বায়োপিক জুড়ে রান্নার বই
মরে যাওয়া সাপের পাশে চিরাগ
জ্বলে
লাগাতার কাশি হচ্ছে
নুতন জলে একটু ভিজে
আসা
আমি তো আগুনে ঝাঁপ দিয়ে বেঁচে ফেরা
মানুষ
খাঁচা ভেঙে বেরিয়ে আসা বাঘ
গুটিগুটি জলকামানের দিকে
অথবা ঘুম ক মে যাচ্ছে
খিদে ক মে যাচ্ছে
জঙ্গলে হায়নার হাসি
হরিণের পিঠে শালিক
আসলে দূরান্তর বলে কিছু নেই
সরে যাওয়া বলেও কিছু নেই
রোদচশমা ভেঙে গেলে একটুও মনখারাপ
হ য় না আমার
বরফের বিছানায় এখন হলুদ চাদর
আদর হারিয়ে যায়
টিকটিকি এসে ঢোকে তথ্যচিত্রের
ভিতর