ক বি তা
আমার যদি সর্বনাশ হয় সেদিন
হবে তোমার ঠোঁটে
যদিও জানি আমার মতো এখনো রোজ
সূর্য একা ওঠে।
আমার যদি পতন হয় এক গগন
হবে তোমার চোখে
তোমার নীল আঁচলে হবে শাস্তিদান
দাঁড়িয়ে যাবে লোকে।
বলবে আমি পচন, আমি চন্দ্রদোষ
করেছি হাত কালো
রাত্রি হয়ে তোমার ঘরে আসব আমি
সেটা অনেক ভালো।
আমার যদি মৃত্যু হয় হবে তোমার
গভীর নীল নাভিতে
পাগল হব তোমার সারা শরীরে আমি
পাগল করা দাবীতে।