Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

সু ম ন   গু ণ

ক্ষত 

অসম্পূর্ণ থালাবাটি চারপাশে সাজিয়ে রেখেছ,

চেনা আন্দোলন থেকে পেড়ে আনছ বাসনা ও ফল,

মৃদুস্বরে তাকাচ্ছ, সন্ধ্যায়

পাড়ার কয়েকটি ঘরে জ্বলে উঠছে নিয়ন্ত্রিত আলো। 

 

চিবুকে আঙুল রেখে বসে পড়ছ, রাস্তায় গুঞ্জন,

তোমার ঘরের দিকে আড়চোখ রেখে চলে যায়

দ্বিধা ও রিরংসাময় শুভানুধ্যায়ীদের দল।

 

তুমি, অল্প বিচলিত, কিছুটা সজাগ

জানালা অক্ষত রেখে ভেতরের ঘরে আলো জ্বালো।

আরও পড়ুন...