ক বি তা
৮
তোমার
আমার
লিকলিকে মুখাবলি
এঁকেছে বিদ্যুৎ।
আকাশের ফালাফালা
জলে নেমে এসে বিম্বিত কৈশোর ফিদা।
আমার
তোমার
আউশের ধানখেত
সোনা হতে চেয়ে এখন উড়াল-পুল।
০৮/০৭/২০২০
৯
একটা জীবন থেকে
এতটা জীবন
সরে যাচ্ছে।
ভুলো স্ফটিকের দেহ
থেকে ক্ষয়ে আসা আলো
কর্পূরের উড়ো।
হ্যারিক্যান-ঝড় আর
লণ্ঠনের আলো
একই গোলার্ধে নেচে
বিয়োগের ব্যঙ্গ।
০৮/০৭/২০২০