Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

য শো ধ রা   রা য় চৌ ধু রী

লেখা

লেখা এক অন্তহীন বিশল্যকরণী

লেখা এক নেশামুক্তি, পুনরায় নেশায় পতন

লেখা এক দুর্নিবার ছলাকলাময়

ছেনালির পরিসর, কিছুটা বাঙ্ময়

 

 

লেখা এক বিরূপাক্ষ তির্যক বাচন

লেখা এক চলে যাওয়া যথাসাধ্য দূরত্ব অবধি

লেখা এক অপর্যাপ্ত অপচয়, আর

লেখা এক কৃপণের আগলে রাখা চূড়ান্ত আধুলি

 

লেখা এক মাচাভরা সবুজ অক্ষরে

পাতার আড়ালে থাকা একমাত্র বেগুনি পুষ্পটি

লেখা এক খুলে দেওয়া বিশ্বচরাচর

কেউ জানবে না বলে কেউ ত বুঝবে না মহিমাটি

 

লেখা এক বিলাস ব্যসন। 

যার জন্য বেচে দেওয়া যায় ঘটিবাটি।

তারপরে লেখা এক কৃচ্ছ্রসাধন

লেখা সে বিফল তর্জমাটি

অনন্তের ব্যর্থ অনুবাদে…

 

বিষাদ, ও শ্লেষ, আর অবুঝ কঠিন বিসম্বাদ

 

একটি অকবিতা

এখন মিথ্যা সব সত্য হয়ে যাবে

এখন ঘুমকেও জাগরণ মনে হবে

এখন সপাটে একটা চড় নামবে

তারপর সবকিছু গঙ্গাজল গঙ্গাজল হবে

 

এখন বিহার করে আহার করার দিন

এখন সংহারকেও ভালবাসার দিন

এখন নিজস্বী আর ক্লান্তহাসি শুদ্ধু

একটা ছোট্ট বাক্স আমাজনে নিয়ে আসার দিন

 

হৃদয়ে শুধু তালা পড়েছে , জানবে

সে তালাকে আষ্টেপৃষ্ঠে বাঁধবে

ভাঙবে না ত আগল । 

আহা, আগল কবে ভাঙবে!

আরও পড়ুন...