ক বি তা
স্ক্রিনশট নেওয়ার পর
আঙুলে তাজা প্রমাণ
পাইরেসির অনুতপ্ততায় পোড়ে
বিউগল বেজে ওঠা
প্রতিটি সেলফোন
মদ খেতে খেতে
আমি পানঘরের মশলা হয়ে উঠি
তোমার সিঁথি বেয়ে
নেমে আসছে অ্যালকোহলিক রাস্তা…
ভাঙা কাঁচে কেটে যাচ্ছে শিরা উপশিরা
এপিসোড শেষ হলে
পূর্ণাঙ্গ জনন সম্পন্ন হয়
প্রতিটি সংসার
একটি ওয়েব সিরিজ হয়ে ওঠে