ক বি তা
আমার একটা পেখমওয়ালা ঘুড়ি চাই
মাঞ্জা বানিয়েছি অনেক কষ্ট করে
সুতোয় পরিয়েছি তাকে, রক্তাক্ত হয়েছে হাত
আমার হাতে থাকবে লাটাই
ওড়াবো ঘুড়ি হাওয়ায় হাওয়ায়
পেখম দুলবে, পেখম নাচবে তালে
সুতোয় ঢিল দেব, কখনও টেনে ধরবো রাশ
সে ঘুড়ি কেটে গেলে কেটে যাক
পেখম যেন অক্ষত থাকে
বিবাদের মাঝে কেটে গ্যালো সাপ
আমি আজ লবণের দাগ
যে ভাবে তর্ক হয়েছিলো শুরু
ঝাঁপি থেকে বেরিয়ে এসেছিলো স্রোত
দ্যাখো তাকে চিনে রাখে আপেলবালক
বোধেরও তো সন্ন্যাস হয়
ধ্যানে উন্মত্ত স্বাদ
কোরকের আশেপাশে ছোঁয়া লাগে
খুলে যায় যৌনপরাগ